পদ্মা নদী
রাজবাড়ী শহরের পূর্ব পাশে পদ্মা নদী অবস্থিত। এই নদী পার হয়ে ঢাকা যাওয়া যায়।
গোয়ালন্দ নদী পার হয়ে পাটুরিয়া যায়। রাজবাড়ী সদরের নয়নসুখ গ্রামে পদ্মার পাড়ে একটি দুর্শনিয় স্থান আছে যে খানে সকল প্রকৃতির মানুষ বিনোদনের জন্য সময় কাটায়, আনান্দ, উপভোগ করে, মানুষের মানুষের মধ্যে সুসম্পর্ক হয়। আর একটি স্থান আছে অন্তার মোড়ে। প্রতি শুত্র বারে অনেক ভির জমে। ইদের বিশেষ দিনে ঈদ আনান্দ মেলা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস